বিমান বিধ্বস্তে নিখোঁজ মার্কিন সেনাদের উদ্ধারে ফিলিপাইন সাগরে তল্লাশি

বিমান বিধ্বস্তে নিখোঁজ মার্কিন সেনাদের উদ্ধারে ফিলিপাইন সাগরে তল্লাশি
ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্তের পর নিখোঁজ তিন সেনাকে উদ্ধারে বৃহস্পতিবার তল্লাশি অভিযান আরো জোরদার করা হয়েছে। এ অভিযানে মার্কিন বিমানবাহী একটি রণতরী এবং অনেক হেলিকপ্টার ও বিমানের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে। খবর এএফপি’র।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওকিনাওয়া থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে বুধবার বিকেলে ১১ আরোহী নিয়ে সি-২এ ‘গ্রেহাউন্ড’ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সেনাদের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ৮ সেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোলান্ড রিগানে নেয়া হয়। উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রিগান জাপানের সঙ্গে সামরিক মহড়া চালানোর জন্য ফিলিপাইন সাগরে রয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে তাদের সকলের অবস্থা ভালো। এএফপি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা