দলিতকে জমি ইজারা দেয়ায় নারীকে ‘একঘরে’
ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের এক নারী বলেছেন, কেবল দলিত সম্প্রদায়ের এক কৃষককে সমর্থন দেওয়ার কারণে তাকে সমাজে ‘একঘরে’ করে রাখা হয়েছে।
সামা ইন্ধিরা (৫০) নামে উচ্চবর্ণের (রেদি) ওই নারী জানান, তার কমিউনিটি থেকে নির্দেশ জারি করা হয়েছে, যে তার সঙ্গে কথা বলবে তাকে ৫ হাজার রুপি জরিমানা গুনতে হবে।
পুলিশ জানায়, এ অবস্থার সৃষ্টি হয়েছে কারণ সামা এক দলিত কৃষককে তার জমি ইজারা দিয়েছিল। মূলত ভারতের বিভিন্ন স্থানে এখনো বর্ণবৈষম্য রয়েছে। দেশটিতে হিন্দুদের মাঝে চারটি শ্রেণিবদ্ধ গোষ্ঠী রয়েছে। যারা এই সিস্টেমের বাইরে রয়েছে তাদের অস্পৃশ্য, পরে এর নাম দলিত হয়। সামার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জমি-জমা নিয়ে দ্বন্দ্বের কারণে সামাকে সামাজিকভাবে ‘বয়কট’ করা হয়েছে। বিবিসি
ইত্তেফাক/সাব্বির
Comments