পান্থপথে নিহত জঙ্গির শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস
রাজধানীর পান্থপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি সাইফুল ইসলামের শরীর থেকে প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের সময় এই ইলেকট্রনিক্স ডিভাইসটি উদ্ধার করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বোমা বিস্ফোরণে জঙ্গি সাইফুলের মৃত্যু হয়েছে। তার এক চোখ ক্ষতবিক্ষত হয়েছে। শরীর বিভিন্ন স্থান থেকে বোমার স্প্রিন্টার আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। তার কোমরের উপরের অংশে একটি প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।
উল্লেখ্য. মঙ্গলবার বঙ্গবন্ধুর বাড়ির পাশে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতি বিস্ফারণে জঙ্গি সাইফুল ইসলাম নিহত হয়।
ইত্তেফাক/ইউবি
Comments