টুইটারে বাছাই করা শাড়ি পরলেন কূটনীতিক
- Get link
- X
- Other Apps
প্রতিবছর দিল্লিতে স্বাধীনতার দিবসের মূল অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। পশ্চিমি পোশাকে নয়, শাড়ি পরেই সেই অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন ম্যারি কে কার্লসন। কিন্তু, কোন শাড়িটি পরবেন, তা কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শাড়ি বাছাই করতে অভিনব এক পদ্ধতি বের করেন ম্যারি।
চলতি মাসের গোড়ায় টুইটারে হ্যাশট্যাগ দিয়ে জামদানি, ধুপিয়ান, কাঞ্জিভরম ও তসরের শাড়ি পরে নিজের বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। ১৫ আগস্ট কোনো শাড়িটি পরা উচিত, তা জানিয়ে ভোট দিতে অনুরোধ করেন নেটিজেনদের। এ অভিনব উদ্যোগে ভালোই সাড়া পড়ে। নিজেদের পছন্দ জানিয়ে অনেকেই টুইট করেন। বিদেশি হয়েও স্বাধীনতা দিবসে শাড়ি পরতে চাওয়ায় বেশ প্রশংসা পেয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে লাল-সবুজের কাঞ্জিভরম শাড়ি পরা ছবি টুইটারে পোস্ট করেন ম্যারি। নিচে লেখেন, ভোটারদের পছন্দ করা শাড়ি পরেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাবেন বলে তিনি খুবই আনন্দিত। ম্যারি তাদের পছন্দ করে দেওয়া শাড়ি পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেছেন জানতে পেরে উচ্ছ্বসিত নেটিজেনরাও। লাল ও সবুজ কাঞ্জিভরমে ম্যারির ছবিটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তথ্যসূত্র: টুইটার ও এনডিটিভি
আরও সংবাদ
বিষয়:
- Get link
- X
- Other Apps
Comments