রুপার হত্যাকারী বিশেষ ট্রাইবুন্যালে বিচার: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী , ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, রুপার হত্যাকারীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনকারীদের সহ্য করতে পারেন না। দেশে অপরাধীদের বিচার হচ্ছে এবং রুপার হত্যাকারী নরপশুদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে প্রয়োজন হলে বিশেষ ট্রাইবুন্যাল করে বিচার নিশ্চিত করা হবে।
শুক্রবার বিকালে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের আসানবাড়ী গ্রামে রুপার পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বিকেল ৪টার দিকে আসানবাড়ী গ্রামে পৌঁছান এবং রুপার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি রুপার মা হাসনা হেনা ও ভাই হাফিজুর রহমান, বোন পপি খাতুন সহ স্বজনদের শান্তনা দেন ও সমবেদনা জানান।
মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় শোকাহত পরিবারকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। পরে স্থানীয় সোহরাব আলীর খেলার মাঠে রুপা হত্যার বিচারের দাবীতে আয়োজিত শোকসভায় আরো বলেন, মায়ের সামনে মেয়ের লাশ যে কত বেদনাদায়ক তা বলার অপেক্ষা রাখে না। ৫ নরপশুর জন্মদাতারা কুলাঙ্গারদের জন্ম দিয়ে একজন উচ্চ শিক্ষিত মেধাবী তরুণীকে নৃশংস ভাবে হত্যা করে পরিবারকে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি ওই তরুণীর স্বপ্ন সাধ ভেঙ্গে দিয়েছে। তাদের দৃষ্টান্তমুলক শাস্তিও দাবী তিনিও জানান।
তিনি ওই নরপশুদের পক্ষ নিয়ে আদালতে কোন আইনজীবিকে না দাড়ানোর আহব্বান জানান। দেশে খুনিদের জায়গা নেই তারা রেহাই পাবেন না। তিনি আশা করেন দ্রুততম সময়ে ওই ৫ নরপশুর সর্ব্বোচ্চ শাস্তি হবে। মন্ত্রী মোহাম্মদ নাসিম রুপার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তারা তাদের প্রিয় সন্তান রুপাকে ফিরিয়ে দিতে পারবেন না। তবে সরকার ও দল ওই পরিবারের পাশে থাকবে ।  
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য গাজী ম,ম আমজাদ হোসেন মিলন, তিনিও রুপার পরিবারকে ঈদের পরের দিন ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন পিপিএম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
পরে মন্ত্রী তার বক্তব্য আরো বলেন, রুপার বোন পপি খাতুনের সরকারী ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগে চাকুরীর ব্যবস্থা করে দেবেন ও তার ছোটভাই উজ্জল প্রামানিকের জন্য যা কিছু করা দরকার তার ব্যবস্থা করবেন। তিনি মিডিয়ার সাংবাদিকদের রুপার হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তাদের লেখনি অব্যহত রাখার আহব্বান জানান।   

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা