নাফ নদী সীমান্তে ভাসমান ২২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার ও শাহপরীর দ্বীপ নাফ নদী সীমান্তে একদিনে ভাসমান ২২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে একের পর এক রোহিঙ্গার মৃতদেহ আসতে শুরু করেছে। গত ৩ দিনে ৪৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে অনু প্রবেশ অব্যাহত রয়েছে। বিজিবির কড়া নজরদারী উপেক্ষা করে এসব রোহিঙ্গারা বাংলাদেশে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছে। আজ দুপুরে টেকনাফ সীমান্ত দিয়ে বিজিবি ৪ হাজার ৫৩৮ রোহিঙ্গাকে আটকের পর স্ব দেশে ফেরত পাঠিয়েছে।
তাছাড়া একইদিন সকালে শাহপরীর দ্বীপ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এটি নৌকা ডুবিতে নিখোঁজ রোহিঙ্গা নারীর মৃতদেহ বলে জানা গেছে। গত ২ দিনে একই পয়েন্ট থেকে আরো ২৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে গত তিন দিনে ৪৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়।
Comments