রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসবে রাজধানীর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশন, বিভিন্ন সামাজিক সংগঠন ঈদগাহ, খেলার মাঠ ও মসজিদে ঈদের জামাত আদায়ের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, জাতীয় ঈদগাহে পাঁচ হাজার নারীসহ ৮৯ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, অজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে। বিদেশি মুসলিম রাষ্ট্রের কূটনীতিকদের জন্যও জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের এ প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এখানে বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মারূফ ইমামতি করবেন।
অন্যদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঈদের চার শতাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২৪৯টি এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৮০টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় ও ৯টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটকসংলগ্ন মাঠ এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে।
ধানমণ্ডি সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও কলাবাগান বশিরউদ্দীন রোড জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। হাজারীবাগ পার্ক মাঠে সকাল পৌনে ৭টায় প্রথম জামাত ও পৌনে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। কামরাঙ্গীচর কেন্দ্রীয় ঈদগাহে যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। গণকটুলি ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও রসুলবাগ জামে মসজিদ দক্ষিণ মুগদা ব্যাংক কলোনিতে সকাল ৭টায় ও ৮টায় জামাত হবে। টিকাটুলি ফকিরবানু আল ফালাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায় তিনটি জামাত হবে। পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত হবে। একই সময়ে পল্লবী ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক ও খেলার মাঠ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, গেণ্ডারিয়া ধূপখোলা মাঠসংলগ্ন গেণ্ডারিয়া কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নীলক্ষেতের মরিয়ম বিবি শাহি মসজিদে সকাল ৮টায় ও ১০টায় পৃথক দুটি জামাত হবে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায় ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
কারওয়ান বাজারের আম্বর শাহ শাহি মসজিদে সকাল সাড়ে ৭টায়, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহে সকাল ৭টায় ও পৌনে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ধানমণ্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, দারুস সালামের মীরবাড়ী আদি (মাদবরবাড়ি) জামে মসজিদে সকাল ৭টায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল পৌনে ৭টায় জামাত হবে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা