লোকদের ফিরিয়ে আনার মানে নাগরিকত্ব দেয়া নয়: মিয়ানমারের অভিবাসনমন্ত্রী

লোকদের ফিরিয়ে আনার মানে নাগরিকত্ব দেয়া নয়: মিয়ানমারের অভিবাসনমন্ত্রী
মিয়ানমারের অভিবাসন, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী থেইন সোয়ে বলেছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের ফিরিয়ে আনার অর্থ তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া নয়। মিয়ানমার সরকার রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের দেশটির নাগরিক বলে স্বীকার করে না। তারা রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালী’ বলে অভিহিত করে থাকে। 
শুক্রবার মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের এক বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী বলেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালীদের’ যখন আবারো গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া মানুষদের গ্রহণ করছি। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না। ইলেভেনমিয়ানমার নামে একটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী থেইন সোয়ে বলেন, আমরা ‘বাঙালী’দেরকে গ্রহণ করছি যারা সহিংসতার জন্য বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। এখানে তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হচ্ছে না। যারা মিয়ানমারে ফিরে আসতে চাইবে তাদের কাছে অবশ্যই ‘যাচাইকরণ প্রক্রিয়ার কার্ড’ থাকতে হবে। এক্ষেত্রে আমরা প্রতিদিন প্রায় দেড়শো লোককে ‘চেক’ করার পরিকল্পনা করেছি। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। দুই দেশের মধ্যে এই নীতিই ভিত্তি হিসেবে কাজ করবে।
মিয়ানমারের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ড. উইন মিয়াত আয়ে বলেন, রাখাইনে মানবিক সহায়তা, পুনর্বাসন ও উন্নয়নে স্টেট কাউন্সেলরের নেতৃত্বে একটি ‘ইউনিয়ন এন্টারপ্রাইজ’ গঠন করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ১০ দফা একটি চুক্তি সই হয়েছে। আমরা পালিয়ে যাওয়া লোকদের ফেরাতে প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটি যৌথ ‘ওয়ার্ক কমিটি’ গঠন করতে হবে। এরপরই লোকদের ফিরিয়ে আনার কাজ শুরু হবে। আমরা বাংলাদেশের কাছে ‘ফর্ম’ এবং ‘ডকুমেন্ট’ পাঠাবো। যারা ফিরে আসতে চাইবে তাদেরকে এইসব ফর্ম পূরণ করতে হবে। বাংলাদেশ যখন এসব ফর্ম মিয়ানমারের কাছে ফেরত পাঠাবে তখন তা বিশ্লেষণ করে দেখা হবে। এরপরই ‘বাঙালী’দের গ্রহণের দিন-তারিখ ঠিক করা হবে। 

তিনি আরো বলেন, শোয়ে ফার গ্রামে তাদের আপাতত রাখা হবে। এরপর তাদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ হবে। তিনি দাবি করেন, রাখাইন এখন স্থিতিশীল তবে যাতায়াত ব্যবস্থা বেশি ভালো নয়। প্রসঙ্গত, রাখাইনে সহিংসতায় এখন পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা