গৌরীপুরে জমি লিখে না দেয়ায় শাশুড়িকে নির্যাতন

গৌরীপুরে জমি লিখে না দেয়ায় শাশুড়িকে নির্যাতন
জমি লিখে না দেয়ায় নুরজাহান বেগম (৭০) নামে বৃদ্ধাকে তার পুত্রবধূ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহানকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তিনি ওই গ্রামের মৃত শামছুদ্দিনের স্ত্রী। 
নুরজাহান বেগম জানান, তার স্বামী শামছুদ্দিন প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তিনি কোটি টাকার সম্পদ রেখে গেছেন। সংসার জীবনে তার চার  ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই সম্পদ লিখে দেয়ার জন্য ছেলে আর ছেলের বউ প্রায়ই চাপ দিত। 
তিনি বলেন, ‘ছোট ছেলে কামাল হোসেনকে দুই বছর আগে ৩ কাটা জমি লিখে দিয়েছি। এখন আরো ২ কাটা জমি লিখে দেয়ার জন্য হুমকি দিচ্ছে। জমি লিখে না দেয়ায় পুত্রের বউ লাভলী আক্তার ভাতের প্লেট বাইরে ফেলে দেয়। এরপর এলোপাতাড়ি মারধোর করে।’ 
এ ঘটনায় নুরজাহান বেগম বাদী হয়ে গৌরীপুর থানায় রবিবার একটি অভিযোগ দায়ের করেন। সেখানে পুত্র কামাল হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও অপর পুত্র আব্দুস সালামের বিরুদ্ধে শ্বাসরোধ করে রাখার অভিযোগ আনা হয়। 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা