চাঁদনী আত্মহত্যা : বখাটে শুভ ও তার পিতা রিমান্ডে
খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন নাহার চাঁদনীর (১২) আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি শামীম হাওলাদার শুভ ও তার পিতা শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার বিকালে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক সুমি আহমেদ শুনানি শেষে শুভকে পাঁচদিন ও তার পিতা শাহ আলমকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকাল ৪টায় মামলার তদন্তকারী কর্মকর্ত লবণচরা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী হাওলাদার তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করেন।
বখাটে শামীম হাওলাদার শুভ ও তার সহযোগীদের ইভটিজিংয়ের শিকার হয়ে খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী শামসুন নাহার চাঁদনী গত ১৩ অক্টোবর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পরের দিন চাঁদনীর পিতা রবিউল ইসলাম লবণচরা থানায় মামলা দায়ের করেন। মামলায় বখাটে শামীম হাওলাদার শুভ, তার পিতা শাহ আলম হাওলাদার, মা জাকিয়া বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাফিয়া কবির ও বন্ধু হাসিবসহ অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়।
ইত্তেফাক/ইউবি
Comments