দুই বন্ধুর জন্য ‘হ্যালোলুইয়া’
- Get link
- X
- Other Apps
ওয়ানরিপাবলিক ব্যান্ডের সঙ্গে এবিসি টেলিভিশনের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে গানটি গাইলেন টনি।
কথা ছিল, এবিসির গুড মর্নিং আমেরিকার সামার কনসার্ট সিরিজে সেন্ট্রাল পার্কে গান গাইবে লিনকিন পার্ক। কিন্তু চেস্টারের মৃত্যুর পর দলটি তাদের সব ট্যুর বাতিল করেছে। আর ওয়ানরিপাবলিক দেশজুড়ে সংগীত ট্যুর করছে। তারা লিনকিন পার্কের জায়গায় গান করে এবং ক্রিস ও চেস্টারকে শ্রদ্ধা জানায়। ওয়ানরিপাবলিক এবিসি নিউজকে বলে, প্রিয় সহকর্মীদের শ্রদ্ধা জানানোটা সম্মানের। সূত্র: এবিসি নিউজ।
আরও সংবাদ
বিষয়:
- Get link
- X
- Other Apps
Comments