বেসরকারি শিক্ষক ফোরাম


সম্মানিত বিসিএস ক্যাডার শিক্ষকরা, আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। কিন্তু দুংখের বিষয় আপনারা যেখানে শিক্ষক হিসেবে আমাদের পাশে দাঁড়ানো কথা, সেখানে আপনারা আন্দোলন করতেছেন আপনাদের নিজেদের জন্য। আমরাতো আপনাদের সমান হওয়ার জন্য আন্দোলন করতেছি না। আমরাতো ক্যাডার হওয়ার জন্য আন্দোলন করতেছি না।আমরাতো বেশি টাকার জন্য আন্দোলন করতেছি না।আমাদের আন্দোলন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণেরর আন্দোলন। আমাদের আন্দোলন শিক্ষকদের সম্মান আদায়ের আন্দোলন। আমাদের আন্দোলন শিক্ষার্থীদের বৈষ্যমবিহীন শিক্ষা লাভের সুযোগ সৃষ্টিকরণেরর আন্দোলন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আসুন আমরা একসাতে বলি বৈষ্যমবিহীন শিক্ষা নিয়ে করবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মোদের দাবী একটাই,একসাথে জাতীয়করণ চাই।
Md Yonus Tipu toবেসরকারি শিক্ষক ফোরাম
Comments