সাবেক তালেবান শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ‘জিহাদ ইউনিভার্সিটি’ গর্ব

 

সাবেক তালেবান শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ‘জিহাদ ইউনিভার্সিটি’ গর্ব
মওলানা ইউসুফ শাহ

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় থাকতে ওই সরকারের যারা ছড়ি ঘোরাত তাদের বেশ কয়েকজনই ‘দারুল উলুম হাক্কানিয়া’ থেকে পাস করা ছাত্র। পাকিস্তানের পেশোয়ার শহর থেকে ৬০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আকোরা খাটক নামক স্থানে গড়ে ওঠা ধর্মীয় শিক্ষার এই প্রতিষ্ঠানে প্রায় ৪ হাজার ছাত্র। এদের থাকা-খাওয়া-শিক্ষার জন্য কোনো মূল্য দিতে হয় না। বহু পাকিস্তানি ও আফগান শরণার্থী দারুল উলুম হাক্কানিয়া থেকে শিক্ষাজীবন শেষ করে গিয়ে রুশ বা মার্কিন সেনার বিরুদ্ধে তালেবান হয়ে লড়েছে। তাই এই শিক্ষালয় ‘জিহাদ ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

২০ বছর ধরে তালেবান জঙ্গিরা ক্ষমতায় ভাগ বসানোর জন্য লড়ছে। এই যোদ্ধাদের বীরত্বের জন্য জিহাদ ইউনিভার্সিটি গর্বিত। ধর্মীয় রাজনৈতিক দল জমিয়ত উলেমা ইসলাম-সামির মুখপাত্র মওলানা ইউসুফ শাহ বলেন, এই যোদ্ধারা রাশিয়াকে চুরমার করেছে। এরা হাক্কানিয়ার ছাত্র ছিল। এখন এরা পরাশক্তির সঙ্গে লড়ছে, যে শক্তি যুদ্ধাবসানের লক্ষ্যে এদের সঙ্গে শান্তি বৈঠক করছে। আমরা এদের জন্য গর্বিত। 

 Logo of Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা