প্রকাশ : ১৪ মে, ২০১৭ ১৩:৩৫
আপডেট : ১৪ মে, ২০১৭ ১৮:০৮
আপডেট : ১৪ মে, ২০১৭ ১৮:০৮
NASA-র ক্যামেরায় উঠে এল চাঁদের মাটিতে আর্মি ট্যাংক!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
চাঁদে প্রাণ আছে কি নেই এই নিয়ে বিতর্কের অন্ত নেই। কিন্তু এবার চাঁদেই দেখা গেল একটি অদ্ভুত জিনিস। যা এলিয়ন নাকি অন্য কোনও বস্তু, সেই নিয়ে বিতর্ক চলছেই৷ তবে নাসার একটি ছবিতে স্পষ্টভাবে উঠে এল সেই ছবি। যেটি দেখে ইউএফও বিশেষজ্ঞরা দাবি করলেন এটি একটি আর্মি ট্যাংক।
আমেরিকান স্পেস এজেন্সি থেকে এই বিশেষ ‘যান’-টির একটি স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। আর এই জিনিসটি আদতে কি তা পর্যবেক্ষণ করে দেখছে ‘সিকিয়রটিম ১০’ নামে একটি ইউটিউব চ্যানেল। এই বিশেষ ইউটিউব চ্যানেলটি বিশ্বের সমস্ত রহস্যের সমাধান করে। এই বিশেষ ইউটিউব চ্যানেলটির ফলোয়ারের সংখ্যা প্রায় কয়েক লক্ষ।
এই বিশেষ ট্যাংকের মতন দেখতে বস্তুটির সম্পর্কে ওই ইউটিউব চ্যানেলের একজন বিশেষজ্ঞ বলেন, এই বিশেষ বস্তুটি আদৌ কোনও আর্মি ট্যাংক নয়। এটি একটি খুবই অদ্ভুত শেপের পাথর। তিনি আরও বলেন, এটি একটি আয়তক্ষেত্র আকৃতির একটি পাথর। এই বিশেষ বস্তুটি বার্ডস আই ভিউ থেকে দেখার ফলে এটি দেখতে একেবারেই আর্মি ট্যাঙ্কের মতন দেখতে লাগে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২
Comments