জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সভা মঙ্গলবার
আগামী ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়ামের সভা ডাকা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করবেন জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
সভায় বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং জাতীয় শোক দিবসের কার্মসূচি চূড়ান্ত করা হবে। সভায় দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধরণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
মরহুম এম এ কাইয়ূম স্মরণে স্মরণ সভা জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি এম এ কাইয়ূমের মৃত্যুতে আগামী রবিবার বাদ আছর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়ে জেপি ও জাতীয় যুব সংহতির যৌথ উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
জেপির প্রেসিডিয়াম সদস্য লতিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত জেপির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আশু রোগমুক্তির জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/কেকে
Comments