অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উল্লসিত মুস্তাফিজের পরিবার
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উল্লসিত মুস্তাফিজের পরিবার। তাই এবারের ঈদটা ভিন্নভাবে কাটছে কাটার মাস্টারের পরিবারে। বিশাল গরু কোরবানিও দিয়েছে তার পরিবার।
মুস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরার তেতুলিয়ায় ঈদুল আযহায় বইছে আনন্দের বন্যা। মুস্তাফিজ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ না করতে পারলেও সদ্য টেস্ট জয়ে উল্লসিত তার পরিবারের সদস্যরা। কোরবানি প্রতিবার দিলেও এবারের আয়োজন ভিন্ন। বিশাল জার্সি গরু কোরবানি দেওয়া হয়েছে। আগামী টেস্টও যাতে বাংলাদেশ জিততে পারে তার জন্য দোয়া কামনা করেছেন তার বাবা ও ভাই।
Comments