ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ওয়াসাকা রাজ্যের গভর্নরকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর বিবিসি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
ওই ঘটনার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। 

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার ৭ দশমিক ২ মাত্রার বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এই ভূকম্পন ব্যাপক ভীতির সঞ্চার করে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা