স্তব্ধ ক্রাইস্টচার্চ, ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ

স্তব্ধ ক্রাইস্টচার্চ, ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ
সংগৃহীত ছবি



নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান।
এই সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। তারই জের ধরে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছেন ক্রাইস্টচার্চবাসী। এরই মধ্যে এ ঘটনায় দেশটির অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এদিকে হামলায় প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে ২০ দিনের রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত।
থমকে থাকা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধায় যেন চলছে আতঙ্কের জাল ছেঁড়ার চেষ্টা। শনিবার ক্রাইস্টচার্চ পার্কে জড়ো হন শতশত মানুষ।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। বলেন, হামলাকারী বৈধ অস্ত্র বহন করায় গুলি কিনতে সমস্যার মুখে পড়েনি। নিউজিল্যান্ডের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। 
জাসিন্দা আরডার্ন পরে দেশটির মুসলিম নেতাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা