৩৫ খণ্ড লাশের পরিচয় পাওয়া গেছে, আটক ৩ ইত্তেফাক রিপোর্ট ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
সাভার উপজেলার আশুলিয়ায় ড্রামের মধ্য থেকে উদ্ধার হওয়া নারীর ৩৫ খণ্ড লাশের প্রাথমিক পরিচয় জানাতে পেরেছে পুলিশ। নিহত ওই নারী ঝিনাইদহ সদরের নৈহাটি বড়পাতা গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে তাসলিমা আক্তার। তিনি আশুলিয়ার হামীম গ্রুপের নেক্স ক্যালেশন নামে পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর এলাকা থেকে শনিবার সকালে তিনজনকে আটক করেছে। তারা হলেন- সদর থানার বাগডাঙ্গা গ্রামের আকরাম, আলিনুর ও মুকুল।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ির ড্রাম থেকে নারীর ৩৫ খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই পুলিশ অজ্ঞাত নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে কাজ শুরু করে।
ইত্তেফাক/ আরকেজি
Comments