সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ৩৮

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ৩৮
সিরিয়ার বিদ্রোহী- অধ্যুষিত ইদলিব প্রদেশের এক গ্রামে বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার অবজারভেটরির পরিচালক  রামি আব্দুলরহমানকে উদ্ধৃত করে খবরে বলা হয়, কয়েকটি যুদ্ধ বিমান রাতের বেলায় ইদলিবের উত্তরাঞ্চলের জারদানা গ্রামে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানগুলো সম্ভবত রুশ। গত মার্চ থেকে এখন পর্যন্ত কোন একক হামলায় সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা এটি।
ধারণা করা হচ্ছে, পরবর্তীতে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। হামলায় আহতদের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন আব্দুলরহমান। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা