ভারতীয় জেল থেকে মুক্তির পর গীতা নিয়ে বাড়ি গেল পাকিস্তানি!

ভারতীয় জেল থেকে মুক্তির পর গীতা নিয়ে বাড়ি গেল পাকিস্তানি!
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৬ বছর ভারতীয় জেলে কারাভোগের পর ভগবৎ গীতা নিয়ে দেশে ফিরেছেন জালালুদ্দিন নামে পাকিস্তানি এক নাগরিক।  রোববার ভারতের বারানসি কেন্দ্রীয় জেল থেকে মুক্তি পান জালালুদ্দিন।  জালালুদ্দিনের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
পুলিশের একটি বিশেষ টিম জালালুদ্দিনকে অম্রিতসর নিয়ে যায়।  সেখান থেকে ওয়াগাহ-আত্রাই সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।  ভারতীয় সেনানিবাসে হামলায় জড়িত থাকার অভিযোগে জালালুদ্দিনের ১৬ বছর কারাদণ্ড দেন আদালত। 
বারানসি জেলের সিনিয়র সুপারিন্টেনডেন্ট ‍আম্ব্রিশ গৌড় জানান, পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে তাকে আমরা স্থানীয় ‍কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।  জেল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে আমাদের কাছ থেকে একটি ভগবৎ গীতা চেয়ে নেন তিনি।

তিনি আরও বলেন, জালালুদ্দিন যখন হাইস্কুল পাশ করেছে তখন তাকে গ্রেফতার করা হয়।  জেলে থেকে ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন।  ইলেকট্রিসিটির ওপর একটি ব্যবহারিক কোর্সও শেষ করেছেন।  এমনকি জেলের ক্রিকেট লীগে ৩ বছর আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন জালালুদ্দিন। 
জানা যায়, ২০০১ সালে বারানসির সেনানিবাস এলাকা থেকে জালালুদ্দিনকে গ্রেফতার করা হয়।  তার কাছ থেকে সেনানিবাসের মানচিত্রসহ বিভিন্ন দলিলাদি পাওয়া যায়।  পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৬ বছর জেল দেন আদালত।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা