সৌদি আরবে ‘বিনোদনের বছর ২০১৯, চলবে লাইভ মিউজিকও

সৌদি আরবে ‘বিনোদনের বছর ২০১৯, চলবে লাইভ মিউজিকও
২০১৯ সাল সৌদি আরবের বিনোদনের বছর হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। ছবি: সংগৃহীত।
রক্ষণশীল সৌদি আরবে ২০১৯ সালটি আদতেই হতে চলেছে এক বিনোদনের বছর। লাইভ সংগীতানুষ্ঠান, কমেডি শো’সহ আরো নানা আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এ নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ব্যাপক পরিসরে বিনোদনের এমন উদ্যোগ সৌদি আরবে আগে কখনো দেখা যায়নি।
বিশ্বের বিনোদন পিপাসু মানুষদের কাছে সৌদি আরবকে সেরা ১০ দেশের একটি পরিণত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে জিইএ প্রধান তুর্কি আল-শেখ ওই ঘোষণা দেন। তিনি বলেন, লক্ষ্য অর্জনের জন্য জিইএ এরই মধ্যে দেশি-বিদেশি শতাধিক অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা করেছে।
রেস্তোরাঁ এবং ক্যাফে মালিকদেরকেও লাইভ সংগীত এবং কমেডির মতো বিনোদোনের জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানান আল-শেখ। নতুন পরিকল্পনায় সৌদি আরবের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার কথাও বলা হয়েছে। আল-শেখ বলেন, ‘বিনোদনের গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতা। ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আলেম-ওলমাদের পরামর্শক্রমে বিশেষ করে রমজান মাসে এসব প্রতিযোগিতার আয়োজন করা হবে।’
তিনি আরো বলেন, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে; যেখানে ডেভিড বেকহ্যাম ও জিনেদাইন জিদানের মতো ফুটবল তারকারা খেলেবেন। জিইএ ‘বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের কথাও ভাবছে বলে জানিয়েছে আরব নিউজ।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা