মাইনাস ৩০ ডিগ্রিতে জীবন বাজি রেখে পতাকা উত্তোলন সেনার

সীমান্তে ১৮ হাজার ফিট উচ্চতায় লাখাদে হিমবীররা প্রজাতন্ত্র দিবস পালন করেছে। ছবি: সংগৃহীত।
ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে দেশটি নানা আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লি। এছাড়া পুরো দেশ জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।
সীমান্তে ১৮ হাজার ফিট উচ্চতায় লাখাদে হিমবীররা প্রজাতন্ত্র দিবস পালন করেছে। চারদিকে সাদা বরফ। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় বিশেষ সাদা রঙের জ্যাকেট পরে পতাকা উত্তোলন করেন সেখানকার সেনারা।

ভারতের ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ-ই হিমবীর নামে পরিচিত।
ইত্তেফাক/এসআর
Comments