ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহত ৭, নিখোঁজ ২০০

ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহত ৭, নিখোঁজ ২০০
সংগৃহীত ছবি
ব্রাজিলের পূর্বাঞ্চলে একটি খনির বাঁধ ধসে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুইশ জন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। 
এদিকে ওই ঘটনার পর সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাঁধ ধস এলাকার আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে কাদা। শুধু তাই নয়, কাদার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা