বান্দরবানে মারমা আদিবাসী তরুনী নিখোঁজ সন্ধান চান পরিবার / প্রকাশিত: ২০১৭-০৫-০২ ২১:০৪:২৩ আপডেট: ২০১৭-০৫-০২ ২২:১৮:৪৩





বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম থেকে এক মারমা আদিবাসী তরুণী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায় তিনি কক্সবাজারে বেড়াতে এসে নিখোঁজ হন।

সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বিজয় মার্মা জানান, এক সপ্তাহ পূর্বে স্থানীয় মৃত অক্যজ মার্মার মেয়ে মাএইম্যা মার্মা (১৮) বাড়ি থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে ওই তরুণী ব্যবহৃত মোবাইলের দুটি সিমে সংযোগ পাওয়া যাচ্ছেনা।

সূত্র জানায়, তার পরিবার অত্যন্ত অসহায় ও গরীব হওয়ায় খোঁজাখুঁজির সামর্থ্যও নেই তাদের। কোথাও তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা ০১৬২৪৫৬৪৪৮৮ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Source  Ghyana Chakma Jummo and Pai Hla Marma shared a link.

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা