ট্রাম্প চান রাশিয়া জি-৭-এ ফিরে আসুক
- Get link
- X
- Other Apps
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এ রাশিয়াকে ফিরে পেতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছিল রাশিয়া। এরপর রাশিয়াকে জি-৭ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন রাশিয়া যেন আবারও জোটে ফিরে আসে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
তবে জি-৭-এর অন্য সদস্য দেশগুলো তাদের অবস্থানে অনড়। তারা রাশিয়াকে জোটভুক্ত করার বিরোধিতা করে বলছে, ট্রাম্পের এই একমাত্র ইস্যুতে তারা বিরোধিতা করছে।
জি-৭ সম্মেলনের পরিসর ছোট হয়ে গেছে এমনটি মনে করছেন ট্রাম্প। দুঃখ করে ট্রাম্প বলেন, ‘আপনারা পছন্দ করেন বা না করেন কিংবা এটি রাজনৈতিকভাবে সঠিক নাও হতে পারে। কিন্তু আপনারা জানেন, আমাদের বিশ্ব পরিচালনা করতে হবে জি-৭ এর মাধ্যমে। যেটি একসময় জি-৮ ছিল, সেখান থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। রাশিয়াকে ফিরতে দেওয়া উচিত।’
এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জি-৭-এর পরিবর্তে অন্য কোনো জোট তৈরিতে আগ্রহী।
শুক্রবার থেকে কানাডার কুইবেকে শিল্পোন্নত সাতটি দেশ-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান ও জার্মানির দুই দিনব্যাপী জি-৭ সম্মেলন শুরু হচ্ছে।
- Get link
- X
- Other Apps
Comments