কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিলেন রাসিক মেয়র
স্টাফ রিপোর্টার, রাজশাহী২৯ জুলাই, ২০১৭ ইং ২১:০১ মিঃ
কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিলেন রাসিক মেয়র
অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 
 
শনিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভা কক্ষে সাংবাদিক সম্মেলন করে মেয়র এই ঘোষণা দেন। 
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মচারীদের ১১ দফা দাবি নিয়ে নগর ভবনে অপ্রীতিকর ঘটনা ঘটছিল। পরিস্থিতি সামাল দিতেই তিনি দাবি মেনে নিয়েছেন। এখন নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে আবার গতি ফিরবে। 
 
উল্লেখ্য, নিজেদের ১১ দফা দাবি নিয়ে রাসিকের অস্থায়ী কর্মচারীরা গত ১২ জুন মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই মানববন্ধনের পর ১৯ জুন নগর ভবনে তালা দিয়ে কর্মবিরতি পালন করা হয়। এরপর ৯ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হয়। তালা ঝুলানো হয় নগর ভবনের প্রধান ফটক, গ্যারেজ ও রাসিক নিয়ন্ত্রিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। এরপর ১২ জুলাই আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। ওই দিন কর্মচারীরা নিজেদের দাবি আদায়ে মেয়র বুলবুলকে ৭ দিনের আল্টিমেটাম দেন। কিন্তু এই সময়ের মধ্যেও তাদের দাবি মানা হয়নি। তবে ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছিল। সর্বশেষ গত ২৭ জুলাই বৃহস্পতিবার নগর ভবনে মেয়র বুলবুল বিষয়টি নিয়ে স্থায়ী কর্মচারী ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করছিলেন। ওই সভায় মেয়রের অনুসারী কাউন্সিলরদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন অস্থায়ী কর্মচারীরা। এতে দুই নারী কাউন্সিলরসহ দুই পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরবর্তীতে শনিবার সকালে মেয়র আবার আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন। এরপরই শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা এলো।
 
ইত্তেফাক/ইউবি
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা