ঈশ্বরদীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির কাজে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে শহরের পশ্চিম টেংরীর রেলকলোনী এলাকায় অভিযান চালিয়ে ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হওয়া হলো বাঘা উপজেলার গোয়ালগাঁও এলাকার হাবিব প্রাং এর ছেলে কোরবান আলী (২৭) ও ঈশ্বরদী শহরের কাচারীপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (২৮)।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
Comments