আল-আকসা মসজিদ নিয়ে যুদ্ধ শুরু হতে পারে: হামাস

আল-আকসা মসজিদ নিয়ে যুদ্ধ শুরু হতে পারে: হামাস
ছবি-সংগৃহীত
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন
হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের উসকানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে। পাশাপাশি দখলদার ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম। পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তত্পরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।
পবিত্র আল-আকসা মসজিদে সম্প্রতি ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননামূলক তত্পরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরো কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই অনিবার্য হয়ে উঠবে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা