যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান তালেবানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান তালেবানের
আফগানিস্তানে চলা সহিংসতার ‘শান্তিপূর্ণ সমাধানের’ উপায় বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে তালেবান। কয়েকমাস ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর তালেবান এ আহ্বান জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক নীতির জবাবে দেশটির নগর এলাকাগুলোতে ব্যাপক রক্তপাত ও বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান ও ইসলামিক স্টেট এর হামলাও বেড়ে গেছে। সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে তালেবান জানিয়েছে, আফগান যুদ্ধের শান্তিপূর্ণ উপায় বের করতে তারা পলিটিকাল অফিস অব ইসলামিক আমিরাতের সঙ্গে আলোচনায় বসার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।’

তবে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তারা বরাবরই তালেবানদের সঙ্গে যেকোনো আলোচনায় কাবুল সরকারের অন্তর্ভুক্তির পক্ষে। কাবুলে দ্বিতীয় দফা আঞ্চলিক শান্তি সম্মেলনের একদিন আগে এ আহ্বান জানানো হল। ওই সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধি সন্ত্রাসবিরোধী ও সংঘাত বন্ধের কৌশলের ব্যাপারে আলোচনায় অংশ নেবে। এএফপি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা