২০২২ সালে পাকিস্তানিরা মহাকাশে যাবে/২১:১৭, ২৫ জুলাই, ২০১৯

২০২২ সালে পাকিস্তানিরা মহাকাশে যাবে
ফাইল ছবি
মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা করল পাকিস্তান। চীনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে নিজেদের প্রথম মহাকাশচারী পাঠাবে দেশটি। সোমবার ভারতের চন্দ্রযান ২-এর সাফল্যের পরই এই ঘোষণা করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
পাক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, '২০২০ সালের ফেব্রুয়ারি থেকেই এই অভিযানের প্রস্তুতি শুরু হবে। এর জন্য ৫০ জনের দল তৈরি করা হবে।'
প্রসঙ্গত, গত বছর চীনা রকেট ব্যবহার করে দুটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছিল ইসলামাবাদ। উৎক্ষেপণ করা হয়েছিলো চীনের গোবি মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০২২-এর মধ্যে তিন জন ভারতীয়কে অন্তত এক সপ্তাহের জন্য মহাকাশে পাঠানো হবে। অত্যন্ত আলোচিত 'গগনযান' প্রকল্পের আওতায় তাদের পাঠানো হবে ।
এই অভিযান সার্থক হলে, মহাকাশে মানুষ পাঠানো দেশের তালিকায় আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে নাম জুড়বে ভারতেরও।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা