পাকিস্তানে প্রথম হিন্দু নারী সিনেটর কৃষ্ণাকুমারী

পাকিস্তানে প্রথম হিন্দু নারী সিনেটর কৃষ্ণাকুমারী
পাকিস্তানের প্রথম হিন্দু নারী সিনেটর নির্বাচিত হতে চলেছেন ৩৯ বছরের কৃষ্ণাকুমারী কোলহি। সিন্ধু প্রদেশ থেকে সংখ্যালঘু সিনেটরের আসনে পিপিপির হয়ে দাঁড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই কোলহির সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে পাকিস্তান  নির্বাচন কমিশন। সিনেটর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মার্চ।
২০০৯ সালে পাকিস্তানের প্রথম দলিত সিনেটর হন পিপিপি নির্বাচিত খটুমল জীবন। ২০১৫ সালে ফের দলিত সিনেটর হয়েছিলেন গিয়ানচাঁদ নামে এক ব্যক্তি। তবে কৃষ্ণাকুমারীই প্রথম নারী দলিত, যিনি সিনেটর হতে চলেছেন।
সিন্ধ প্রদেশেরই বাসিন্দা কৃষ্ণাকুমারী। গরিব পরিবারে জন্ম। নবম শ্রেণিতে পড়াকালীন বিয়ে হয়ে যায় তাঁর। তবে পড়াশোনা থামাননি। ২০১৩ সালে সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পাশ করে সমাজকর্মী হিসেবে পিপিপিতে যোগ দেন। তাঁর প্রপিতামহ রূপলু কোলহি ছিলেন স্বাধীনতা সংগ্রামী।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা