আকাশসীমা বিধি ভেঙে নিয়ন্ত্রণরেখার খুব কাছে পাক হেলিকপ্টার
আকাশসীমা বিধি ভেঙে পুঞ্চের গুলপুর সেক্টরের খুব কাছে চলে এসেছিল পাকিস্তান বাহিনীর হেলিকপ্টার। চাঞ্চল্য ছড়ায় দুই দেশের নিয়ন্ত্রণরেখায়। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কোনো পক্ষই শেষ পর্যন্ত গোলাগুলি চালায়নি।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাকিস্তান অধিকৃত কাশ্মিরের আকাশে গতকাল টহল দিচ্ছিল দেশটির সামরিক বাহিনীর তিনটি এমআই-১৭ হেলিকপ্টার। তার মধ্যে একটি নিয়ন্ত্রণরেখার ৩০০ মিটারের মধ্যে চলে আসে।
স্বাভাবিকভাবেই তত্পর হয়ে ওঠে ভারতীয় বাহিনী। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির দিকে মোড় নেওয়ার আগেই পাকিস্তানের দিকে ফিরে যায় কপ্টারটি। আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/আনিসুর
Comments