যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল ফিলিপাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল ফিলিপাইন
সামরিক মহড়ায় ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য

আমেরিকার সঙ্গে দীর্ঘ দিনের সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন। মঙ্গলবার ফিলিপাইন জানিয়েছে, তারা এরইমধ্যে এই চুক্তি বাতিলের বিষয়টি ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দু'দশক ধরে ফিলিপাইনের নিরাপত্তা দেখভালের নামে মার্কিন সেনারা ফিলিপাইনে যুক্ত ছিল।
ঐতিহাসিকভাবে ফিলিপাইন আমেরিকার উপনিবেশ ছিল। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকে পড়েছেন। তিনি দিন দিন আমেরিকা থেকে দূরে সরে যাওয়ার নীতি গ্রহণ করছেন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, দুতের্তে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির প্রতি সুর নরম করেছেন।
চীনের সঙ্গে ফিলিপাইনের নতুন বোঝাপড়ার বিষয়টিও আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিলে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির ফলে মার্কিন সেনাবাহিনী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেতো। বাতিল হওয়া চুক্তির আওতায় এ পর্যন্ত অন্তত ৩০০ যৌথ মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের সেনারা। চুক্তি বাতিলের ফলে ওইসব কর্মকাণ্ড এখন কঠিন হয়ে পড়বে।
নতুন এ পদক্ষেপের মধ্যদিয়ে দুতের্তে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন। সাম্প্রতিক সময়ে দুতের্তে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে। ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছেন দুতের্তে। এ কাজে তার সহযোগী হিসেবে পরিচিত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে মার্কিন সরকার ভিসা দেয়নি। এরপর থেকে দু’দেশের সম্পর্কে ফাটল ধরেছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা