মানবাধিকার লঙ্ঘন: আরব ঐক্য ভেঙে ইসরায়েলের পক্ষে অবস্থান নিল বাহরাইন

 

মানবাধিকার লঙ্ঘন:  আরব ঐক্য ভেঙে ইসরায়েলের পক্ষে অবস্থান নিল বাহরাইন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তোলা একটি নিন্দা প্রস্তাবের পক্ষে দেয়নি বাহরাইন। মঙ্গলবার আয়োজিত ওই ভোটাভুটিতে মানামা এই প্রথম ভোটদানে বিরত ছিল। বাহরাইনের এই পদক্ষেপকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল বছরের পর বছর ধরে যে হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে জাতীয় মানবাধিকার পরিষদে নিন্দা প্রস্তাব তোলা হয়।

বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট না দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাহারানই এই সাহস দেখাল। আরব ঐক্য ভেঙে বাহরাইন সরকার এ কাজ করেছে।

বাংলাদেশসহ মানবাধিকার পরিষদের ৪৭টি দেশের মধ্যে ৩২টি দেশ নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছে। ফলে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের ওপর ভোট দেওয়া থেকে বিরত ছিল বাহামা, বাহরাইন, চেক রিপাবলিক, ভারত, মার্শাল দ্বীপপুঞ্জ, নেপাল, ফিলিপাইন, ইউক্রেন,  ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে- অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, ক্যামেরুন, মালাওয়ি এবং টোগো।

বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা