কুর্দিস্তান থেকে তেল নেয়া বন্ধ করছে তুরস্ক

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের স্বাধীনতার পক্ষে গণভোটের কারণে সেখান থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ তুরস্ক।
ইরাকের প্রধানমন্ত্রী আবাদি ও তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের মধ্যে এ বিষয়ে ফোনালাপ হয়েছে।
ফোনালাপে ইলদ্রিম ইরাকের যেকোনো সিদ্ধান্তের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিঅধ্যুষিত রাজ্যে কুর্দিদের স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করা হয়। এতে ৯২ শতাংশ কুর্দি স্বাধীনতার পক্ষে ভোট দেয়।
এ নিয়ে বাগদাদ, ইস্তাম্বুল, তেহরানসহ আন্তর্জাতিক মহল বেশ উদ্বিগ্ন।
এ পরিস্থিতিতে কুর্দিদের ওপর চাপ সৃষ্টি করতে এরদোগান তেল আমদানির ক্ষেত্রে বাগদাদকে বেছে নিচ্ছে বলে মনে করছেন বোদ্ধারা।

Comments