পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের হেনস্থা করলে সাথে সাথে রুখে দাঁড়ান:ফারুকী
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে কিছু উগ্র ইসলামিক সাম্প্রদায়িক গোষ্টি।এসব মৌলবাদী উগ্র গোষ্টিগুলো বাংলাদেশের শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থানে হয়রানি করার চেষ্ঠা চালাচ্ছে বলে নানান সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সহিংসতাকে কেন্দ্র করে এদেশের সকল বৌদ্ধ সম্প্রদায়ের উপর উস্কানি ছড়াচ্ছে। চট্টগ্রামসহ দেশের কতিপয় এলাকায় সাম্প্রদায়িক হয়রানির শিকার হওয়া অনেক ব্যক্তি্র সাথে কথা বলে জানা গেছে তাদেরকে “বার্মিস”বলে হেনস্হা করছে। এসব ভুক্তভোগীরা পাবলিক্যালি বাজার,কলেজ,ভার্সিটি ও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিদের দেখলে বৌদ্ধ সন্ত্রাসী বলে অনেকে আখ্যায়িত করছে।বিশেষ করে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে।
চট্টগ্রাম ফেরীপোর্ট এলাকায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী নানান শ্রেণীর পাহাড়ি পেশাজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এসব সাম্প্রদায়িক হয়রানির শিকার হচ্ছে। এছাড়া পাহাড়িদের অনেক জায়গায় হামলা করেছে বলেও খবর পাওয়া গেছে।ফলে অনেকে ভয়ে আতংকিত রয়েছে। অনেকে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
এদিকে, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২৯ সেপ্টেম্বর নিজের স্টাটাসে লিখেছেন,
Comments