বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভায় জঙ্গলমহলের ‘মা’ বলে সম্বোধন করেছিলেন। প্রায় ছ’বছর ধরে তিনি ছিলেন তৃণমূলের অতি আস্থাভাজন। রাজ্যের সেই প্রাক্তন পুলিশ কর্তা তথা আইপিএস ভারতী ঘোষ এ বার যোগ দিলেন বিজেপিতে। সোমবার নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
গত বছরের শুরুর দিকে ভারতীদেবী যখন চাকরি থেকে ইস্তফা দেন এবং সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে, সেই সময় থেকেই তাঁর রাজনীতিতে আসা নিয়ে চর্চা শুরু হয়েছে। শেষপর্যন্ত সোমবার বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন। নেতৃত্বকে পাশে বসিয়ে ভারতীদেবী এ দিন তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতার ধর্মতলায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ‘সত্যাগ্রহ’ করছেন। ভারতীদেবী কটাক্ষ করেন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না সত্যাগ্রহ নয়। অসত্যাগ্রহ।”
কাগজেকলমে ভারতীদেবী এখনও ‘ফেরার’। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতীদেবী। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না। আদালতের সেই ‘ঢাল’ই ব্যবহার করছেন ভারতীদেবী। সে কারণে তাঁর দেহরক্ষীকে গ্রেফতার করার সময়ে সিআইডি তাঁকে গ্রেফতার করতে পারেনি।

Comments