সিরিয়ার যুদ্ধে সাত বছরে সাড়ে ৩ লাখ মানুষের মৃত্যু

সিরিয়ার যুদ্ধে সাত বছরে সাড়ে ৩ লাখ মানুষের মৃত্যু
সিরিয়ায় সাত বছরের যুদ্ধে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবসার্ভ্যাটোরি ফর হিউম্যান রাইটস। তার মধ্যে বেশিরভাগই শিশু। সোমবার এই একটি রিপোর্ট প্রকাশ করা হয়।
সমীক্ষায় আরও বলা হয়েছে, ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মধ্যে শুধুমাত্র সাধারণ নাগরিকই রয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯০ জন। এর মধ্যে আবার ১৯ হাজার ৮১১ জন শিশু। মহিলা ১২ হাজার ৫১৩ জন। ৬৩ হাজার ৮২০ জন শাসক দলের সেনা। ৫৮ হাজার ১৩০ জন মিত্রশক্তি ও দেশের সামরিক বিভাগের সৈন্য। এর মধ্যে লেবাননের হেজবোল্লার ১ হাজার ৬৩০ জন ও অন্যান্য বিদেশি শিতে দলের ৭ হাজার ৬৮৬ জন।
ব্রিটেনের এই মনিটারিং গ্রুপ সিরিয়ায় তাদের সমীক্ষা চালিয়েছে। তাদের বক্তব্য ২০১১ সালের ১৫ মার্চ থেকে সিরিয়ায় ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। এই বৃহস্পতিবার আট বছর সম্পূর্ণ হবে। অথচ এখনও স্বাভাবিক নয় সিরিয়া।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা