খাবারগুলো পৌছে দিবে কিছু ক্ষুধার্থ মানুষের মুখে



কাল রাত ১২টার দিকে আমাদের ফুড ব্যাংকিং এর নাম্বারে ফোন আসে বনানীর ৫ নাম্বার রোড এর একটি বাসা থেকে। একটা বিয়ের বউভাত অনুষ্ঠান থেকে প্রায় ৩০০ মানুষের খাবার বেঁচে গিয়েছে।
ফোন আসার কিছুক্ষণের মধ্যে আমাদের ৫ জন ভলান্টিয়ার সেখানে যেয়ে খাবারগুলো সংগ্রহ করেন। ৩০০ জনের খাবারে প্যাকিং করতে রাত প্রায় দুইটা বেজে যায়।
প্যাকেট করা শেষ করে আমাদের ভলান্টিয়াররা কমলাপুর রেলস্টেশনসহ, কাওরানবাজার এলাকায় রাস্তায় এবং এর আশেপাশের অনাহারে/অর্ধাহারে ঘুমিয়ে যাওয়া মানুষদের ডেকে তুলে খাবারের প্যাকেট তুলে দেয়।
যে কোন অনুষ্ঠানের পর খাবার বেঁচে গেলে নষ্ট না করে, ফোন করুন প্রচেষ্টা ফুড ব্যাংকিং এর নাম্বারে। যত রাতই হোক আমাদের ভলান্টিয়াররা ছুটে যাবে আপনাদের দরজায়, আর খাবারগুলো পৌছে দিবে কিছু ক্ষুধার্থ মানুষের মুখে। কপি
#Prochesta_Food_Banking
#01842002023
#Prochesta_Foundation
Comments