ফুলবাড়ীতে ভারতীয় বানর ধরা পড়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতের জঙ্গল থেকে বাংলাদেশে চলে আসা একটি বানর ধরা পড়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। বর্তমানে বানরটি ওই এলাকার খলিলুর রহমানের বাড়িতে আছে।
স্থানীয়রা জানান, খলিলুর রহমানের ছেলে সফিয়ার রহমান নীলকমল নদী পাড়ের একটি বাঁশ ঝাড়ে বানরটিকে দেখতে পান। বাঁশ ঝাড়ে বানর আশ্রয় নেয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা জড়ো হয়। এক পর্যায়ে তারা বাঁশঝাড় ঘিরে বানরটিকে ধরে ফেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে ধৃত বানরটি ভারত থেকে আসতে পারে। চিড়িয়াখানায় হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/জামান
Comments