দুর্বল হৃদয়ের জন্য নয় এই ৫ মিনিটের ভিডিও !
হরর সিনেমা দেখতে বসে অনেকেরই হাসি পায়। বন্ধুমহলে অনেকেই বলে, গভীর রাতে কবরস্থানে যেতে কোন আপত্তি নেই।
এমন যদি তাহলে এই চ্যালেঞ্জ আপনার গ্রহণ করাই উচিত।
মাত্র ৫ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন কোনও এক হরর-রসিক। সেই ভিডিওটিতে রয়েছে ২৫০টি বাছাই হরর ছবির চরম ভয়ের মুহূর্তগুলি। রীতিমতো যত্ন করে এডিট করা এই ভিডিওকে আতঙ্কের আরেক নামও বলা যায়।
অসংখ্য চেনা ছবি ‘সাইকো’ (১৯৬০) বা ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ (১৯৮০)-এর পাশাপাশি বেশ কিছু অচেনা সিনেমার ক্লিপও রয়েছে এই ভিডিওতে। হররপ্রেমীরা মিলিয়েও দেখতে পারেন, কোনটা তাদের দেখা আর কোনটা দেখা নয়।
তবে দুর্বলচিত্তরা কিন্তু দূরে থাকবেন এই ভিডিও থেকে। কারণ, দিনের বেলাটা যেমন তেমন চলে গেলেও রাতে কী হয় কিছুই বলা যায় না।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
Comments