১০৮টি রাফায়েল জেট চায় ভারতীয় বিমানবাহিনী

১০৮টি রাফায়েল জেট চায় ভারতীয় বিমানবাহিনী
ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি জানিয়েছে, তাদের কমপক্ষে আরও ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট দরকার। অর্থ্যাৎ বাহিনীর সামর্থ্য বাড়াতে ১০৮টি রাফায়েল বা এর সমমানের জেট চাই। পাশাপাশি তারা আশা করে যে, চলতি বছরের শেষেই চুক্তি অনুযায়ী বাহিনীর সঙ্গে ৩৬টি ফ্রেঞ্চ ফাইটার জেট যুক্ত হবে। 
ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান চিফ মার্শাল অরুপ রাহা বলেছেন, ১৮ রাফায়েলের দুই স্কোয়াড্রন যথেষ্ট নয়। কমপক্ষে ছয় স্কোয়াড্রন  মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট দরকার।
তিনি বলেন, 'আমরা শুধু রাফায়েল জেট চাই তা নয়। আমাদের মাথায় বিকল্প চিন্তাও আছে। আমি চাই রাফায়েল জেটের মতো ক্ষমতাসম্পন্ন বিমান। যাতে সরকার প্রয়োজনের সময় এর ওপর নির্ভর করতে পারে। এ বিষয়ে সরকারই পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমি আগাম কিছু বলতে পারবো না।' সূত্র: ইকোনোমিক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা