সিরীয় সীমান্তে ইসরাইলের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু
সিরীয় সীমান্তে সোমবার নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইসরাইল। এ অবস্থায় এখন দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির বিবেচনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে দূত পাঠিয়েছে রাশিয়া। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স’র।
খবরে বলা হয়, ইসরাইলের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার বিষয়টি মস্কো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে এখনই আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার যুদ্ধক্ষেত্রগুলো থেকে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস এর স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অনুরোধে তারা এ কাজ করছে বলে রবিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীগুলো (আইডিএফ) জানিয়েছে।
উত্তেজনাকর এমন পরিস্থিতিতে ইসরাইল সিরীয় সীমান্তে দু’টি ‘ইন্টারসেপ্টর মিসাইল’ নিক্ষেপ করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মিসাইল দুটি সিরীয় ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে।
তবে ইসরাইলি সেনাবাহিনী মিসাইল দু’টো কোন স্থানকে লক্ষ্য করে পাঠিয়েছে, সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু জানায়নি। ইসরাইল গত বছর সেখানে ক্ষুদ্র ও মাঝারি পাল্লার দুটি ‘ইন্টারসেপ্টর’ মোতায়েন করেছিল।
ইত্তেফাক/ জেআর
Comments