রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙ্গার মধ্য দিয়ে উ. কোরিয়ার প্রতিশ্রুতি রক্ষা!

রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙ্গার মধ্য দিয়ে উ. কোরিয়ার প্রতিশ্রুতি রক্ষা!
উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত সোহায়ে একটি গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভাঙ্গার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছে দেশটি। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেটি কোথায় বা কোন কেন্দ্র হবে তা নির্দিষ্ট করে তখন জানানো হয়নি। যদিও সোহায়ে’কে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে দাবি করে আসছে পিয়ংইয়ং।তবে মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। 
উল্লেখ্য, গত জুন মাসে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠকে কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তখন যদিও কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, যুক্তরাষ্ট্রকে দেয়া এ প্রতিশ্রুতি হয়তো রক্ষা করবে না উত্তর কোরিয়া। 
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা