লন্ডনে শপিংমলে এসিড হামলায় আহত ৬ /অনলাইন ডেস্ক

লন্ডনে শপিংমলে এসিড হামলায় আহত ৬
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি শপিংমলে এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার রাত আটটার দিকে স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শপিং মলের ভেতর কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর অতর্কিতে কয়েক দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ক্ষতিকর তরল পদার্থ ছুড়ে মারে। 

সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। গত ১৩ জুলাই দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচটি আলাদা আলাদা জায়গায় অ্যাসিড হামলা হয়। পরে ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলা হয়। আগস্ট মাসেও অ্যাসিড হামলা হয়। তবে গতকালের এ হামলার ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা