ভারতে মোরগের আক্রমণে নিহত ১

ভারতে মোরগের আক্রমণে নিহত ১
ছবি: সংগৃহীত।
ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামের মোরগের আক্রমণে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন । বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত ওই ব্যক্তির নাম সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম।
পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, তিন সন্তানের জনক নিহত ব্যক্তি চানাভেঙ্কাটেশ্বরাম মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন ।
এই বিষয়ে অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা ক্রান্তি কুমার বলেন, নিয়মিত মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নিতেন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। এবার তেমনি এক প্রতিযোগিতায় অংশ নিতে গেলে মোরগটি পালাতে চায়। সেই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মোরগের পায়ে থাকা একটি ব্লেড সারিপাল্লির ঘাড়ে লাগে। এতে মারাত্বকভাবে আহত হন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হলে মারা যান তিনি।
১৯৬০ সাল থেকে মোরগ লড়াই খেলা ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এখনো এই খেলা প্রচলিত রয়েছে। এই বিষয়ে ইন্ডিয়াস পিপল ফর এনিমেনলস ফাউন্ডেশনের ট্রাস্টি গৌরি মাউলেখি বলেন, এই দুর্ঘটনা মোরগ লড়াইয়ের ক্ষতির দিকটি জেলা এবং রাজ্য কর্তৃপক্ষকে পুরো স্পষ্ট করে দিয়েছে, কিন্তু তারা এই বিষয়টি নিয়ে অন্ধের মতো আচরণ করবে, এটি শুধু বিনোদনের জন্য একটি খেলা না সেখানে প্রাণীরা লড়াই করে। এছাড়া মোরগ লড়াই খেলায় অনেক জুয়া চলে।
ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা