চাঁদপুরে সন্তান বিক্রির ঘটনায় বাবা আটক

চাঁদপুরে সন্তান বিক্রির ঘটনায় বাবা আটক
 
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিশু জাহিদ হোসেনকে বিক্রি করার দায়ে অভিযুক্ত তার বাবা হারুনুর রশিদকে লাকসাম রেলওয়ে জংশন থেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার বিকেলে তাকে আটক করা হয়।
 
গত ৫ আগস্ট শিশু জাহিদকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় রাজিবপুর গ্রামের প্রবাসী রাশেদের স্ত্রী হাসিনা আক্তারের নিকট বিক্রি করে দেয়। সন্তানকে না পেয়ে জাহিদের মা বাদী হয়ে ৬ আগস্ট শাহরাস্তি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।পরে পুলিশ সোনাইমুড়ি উপজেলা থেকে শিশু জাহিদকে উদ্ধার করে এবং হাসিনা আক্তারকে আটক করে।
 
শাহরাস্তি অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা হারুনকে ধরতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়েছি। তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা