১৫ বছর পর লুনুকে খুঁজে পেল পরিবার
প্রায় ১৫ বছর পর চাঁদপুরের মতলব উপজেলার আবুল খায়ের ওরফে লুনু মিয়াকে (৭০) সাতক্ষীরার তালায় খুঁজে পেলেন তার পরিবারের সদস্যরা। উপজেলার পাঁচকিপাড়া গ্রামের ২ ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক লুনু মিয়া প্রায় ১৫ বছর আগে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি।
চাঁদপুরের শাজাহান সরকার বলেন, “আমার বাবা আবুল খায়ের ওরফে লুনু মিয়া প্রায় পনের বছর আগে চা পানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। এতদিন তিনি কোথায় ছিলেন তা আমাদের জানা ছিল না। তবে তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। পনের বছর ধরে বহু জায়গায় বাবাকে খুঁজেছি।”
তালা উপজেলার ত্রিশমাইল এলাকার চা বিক্রেতা নুর ইসলাম জানান, মাস তিনেক আগে স্থানীয় সাইকেল মিস্ত্রি গাউসের দোকানের সামনে বৃদ্ধ লোকটাকে পড়ে থাকতে দেখে তিনি তাকে তুলে মসজিদের পাশে থাকতে দেন। ক্রমান্বয়ে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। পরে তার পরিচয় ও ঠিকানা সংগ্রহ করে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম জানান, নুর ইসলামের কাছ থেকে তিনি ঠিকানা সংগ্রহ করেন। চাঁদপুরের মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশকে ঠিকানাটি জানানো মাধ্যমেই খোঁজ মেলে লুনু মিয়ার পরিবারের।
লুনু মিয়ার ছোট ভাই শাহ আলম বলেন, সাংবাদিক শ্যামল দাশের কাছ থেকে ভাইয়ের খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে তারা বাড়ি থেকে বের হয়ে পড়েন। রবিবার রাতেই তারা লুনু মিয়াকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
Comments