যুক্তরাষ্ট্র ‘বেজার’ হলেও ইরানের সঙ্গে উৎসব করবে ভারত

যুক্তরাষ্ট্র ‘বেজার’ হলেও ইরানের সঙ্গে উৎসব করবে ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ (ডানে) [ছবি: সংগৃহীত]
তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তুমুল উত্তেজনায় সৃষ্ট পরিস্থিতিতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবের আয়োজন করতে চলেছে ভারত।
রাইসিনা সংলাপের শেষ দিন ১৭ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কাজ শুরু করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জারিফ-জয়শঙ্কর বৈঠকের পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়াদিল্লির সংবাদমাধ্যম বলছে, যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারত-ইরান সম্পর্কের ৭০ বছর পূর্তি উদ্যাপন করা হবে। কী কী কর্মসূচি নেওয়া হবে, তার তালিকা করা হচ্ছে এবং তা শিগগির চূড়ান্ত হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের দেওয়া ঐ বিবৃতিতে বলা হয়, জাভেদ জারিফের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেছে উভয় পক্ষ। কথা হয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও।
ইত্তেফাক/এমআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা